কাজের বিবরণী
মুসলিম সুইটসের পণ্য বাজারজাত করনে সেলস ম্যান নিয়োগ চলছে।
এবং নিজ থানায় কাজ করার সুযোগ
১. পদের নাম: এস আর
২. বেতন: বেসিক ১২০০০-১৫০০০
( আলচনা সাপেক্ষে)
কাজের ধরন: সেলস এ্যান্ড মার্কেটিং
কাজের নিয়মাবলী:-
১. প্রতিটি দোকানে দোকানে গিয়ে কোম্পানির প্রচার প্রচারণা করতে হবে পন্যের অর্ডার নেয়া।
২. প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ডিউটি করতে হবে। যদি কোন কারণে ডেইলি টার্গেট অর্জন করতে না পারে সে ক্ষেত্রে এরিয়া ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনমতো রাত দশটা ও কাজ করতে হবে, যে কোন ভাবে টার্গেট ফিলাপ করতে হবে।
৩. শুধুমাত্র সেলস এন্ড মার্কেটিং কাজে অভিজ্ঞ প্রার্থীরা আবেদন করবেন অভিজ্ঞতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
৪. প্রতিদিন চ্যালেঞ্জ নিতে পারবে এ ধরনের প্রার্থীগণ আবেদন করুন
৫. প্রতিদিনের টার্গেট এবং মাসিক টার্গেট অর্জন করিতে পারিলে বেতন, টিএডিএ এবং আকর্ষণীয় কমিশন প্রদান করা হবে।
সুযোগ সুবিধাধিঃ
১। বেতন ১০ তারিখ এর মধ্যে দেয়া হবে
২। চাকুরীর জন্য কোন জামানত টাকা দিতে হবে না
৩। সপ্তাহে একদিন ছুটী, ছুটির দিন ডেলিভারী করলে হাজিরা বোনাস দেয়া হবে
ঠিকানাঃ
২০১, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মরনি, বিজয় নগর, মতিঝিল ঢাকা।
মোবাইলঃ ০১৯৭৯৩৩৭২২১
